• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের ফ্যাশনে ট্রেন্ডিং সারারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৪৯ পিএম
বিয়ের ফ্যাশনে ট্রেন্ডিং সারারা

বছরের ডিসেম্বর-জানুয়ারি জুড়েই থাকে বিয়ের আয়োজন। মেয়েদের পোশাকে তাই বিয়ের আমেজ। জমকালো শাড়ি, সারারা, গারারা, লেহেঙ্গা সবই পাওয়া যাচ্ছে শপিংমলগুলোতে। ফ্যাশান দুনিয়ায় এখন হিট লিস্টে রয়েছে সারারা স্যুট। বিয়ের প্রোগ্রামে কনে পরতে পারেন সারারা স্যুট। আবার কনের বোন, বান্ধবীরাও ম্যাচিং করে সারারা স্যুট কিনে নিচ্ছেন। ফ্যাশনেবল সারার স্যুটে আপনাকে করে তুলতে পারে সুপার ডুপার হিট। বিয়ে বাড়ি অনুষ্ঠান কিংবা  বড় কোনো অনুষ্ঠানে নিজেকে সাজিয়ে তুলুন সারারা স্যুটে।

হালের ফ্যাশনে ট্রেন্ডিং ৭টি ডিজাইনার সারারা স্যুট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের মনের মত রঙ ও ডিজাইন আর ট্রেন্ডে থাকা সারারা স্যুট বেছে পরে নিন বিয়ের অনুষ্ঠানে।

ফ্রিল্ড ডিজাইনার সারারা স্যুট

ফ্রিল্ড ডিজাইনার সারারা স্যুট লম্বা মেয়েদের জন্য় পারফেক্ট। উজ্জল রঙের ফ্রিল্ড ডিজাইনার সারারা স্যুট বেছে নিতে পারেন। সোনালী ঝুমকার সঙ্গে পরলে এর লুক দ্বিগুণ বেড়ে যাবে। হালকা সাজতে যারা পছন্দ করেন তারা এই ধরনের পোশাক পরতে পারেন। দেখবেন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে আপনাকে।

ক্রপ টপ শাড়ি স্টাইল ডিজাইনার সারারা

এই সারারা স্যুটটি খুবই বোল্ড লুক এনে দেবে আপনাকে। বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট এই সারারা। খোলা চুলে, গলায় চিক ডিজাইনের অলঙ্কার বেশ মানাবে। সঙ্গে স্মোকি আই মেকআপ আর ম্যাচিং লিপস্টিক। আপনাকে অপরূপ লাগবে দেখতে।

লেয়ার ডিজাইনার সারারা স্যুট

ক্রিম রঙের লেয়ার সারারা স্যুট ডিজাইন। উপরের কুর্তি হবে স্লিভলেস। সারারা প্যান্ট লেয়ার স্টাইলে বানানো এটি। সঙ্গে ফিনফিনে ওড়না। ক্রিম কালারের যেকোনো জুয়েলারির সঙ্গে এই আউট ফিট বেশ মানাবে। বোনের বিয়েতে এই সারারা স্যুটটি অনায়াসেই বেছে নিতে পারেন। সেই সঙ্গে নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নিন। 

এমবয়ডারি ডিজাইনের সারারা

পুরো সারারা জুড়েই থাকে সুন্দর সুতার কাজ করা। বিয়ের অনুষ্ঠান বা অন্য পার্টিতেও পরতে পারবেন এটি। এই সারারার সঙ্গে চুল খোলা রাখবেন। কানে ঝুলানো দুল আর হাতে একটা বালা পরতেও ভুলবেন না।

পিঙ্ক ডিজাইনার সারারা স্যুট

একদম হালকা গোলাপি বা বেবি পিঙ্কের বিউটিফুল ডিজাইনার সারারা স্যুট বানিয়ে নিতে পারেন। যেকোনো অনুষ্ঠানের জন্য় পারফেক্ট এটি। সঙ্গে হালকা সেজে নিবেন। আর অলঙ্কারে কানে বড় ঝুমকা পরতে পারেন। নিজেকে ভিন্ন লুক দিতে এটি একবার বানিয়েই দেখুন।

হোয়াইট এন্ড ক্রিম ডিজাইনার সারারা

পুরোনো ফ্যাশানকে যারা ভালোবাসে তারা হোয়াইট এন্ড ক্রিম ডিজাইনার সারারা স্যুট বানিয়ে নিতে পারেন। পুরোনো হলেও এই সারারা স্যুট অসাধারণ লুক দেবে। ওড়নাসহ পুরো স্যুটে সুতোর কাজ করা। ঘরোয়া পরিবেশে বিয়ের অনুষ্ঠানে সারলে, এই পোশাক বেশ মানাবে।

ক্রিম ডিজাইনার সারারা স্যুট

ক্রিম কালারের আরেকটি ডিজাইনার সারারা স্যুট। ফুলহাতা সুন্দর জরির কাজ করা হাইনেক কুর্তির সঙ্গে। সিম্পল স্টাইলের সারারা পছন্দ করলে এটিই সেরা হবে। ডিজাইনটি সবাইকেই মানিয়ে যাবে। সঙ্গে পরবেন বড় ঝুমকা।

Link copied!